জন-অরণ্যের শহর হাঁটে আর শহরের গ্রাম একহয়ে আজ রাজপথ,
এখানেই কৃষক-মাটির আন্দোলন আন্দোলনে আগুন রঙের যুদ্ধ দামামা যেমন জীবন এখানে বুঁদবুঁদ……
মানুষের প্রিয় শব্দরা সত্য-মাটিতে রক্তাক্ত আজ,
যদিও সত্যকে কবিতা ভাবা একান্ত মানুষের আর প্রতিটি শব্দ প্রতিটি শস্য বলে জানি…..
মনে হয় স্বপ্নছোঁয়া মুখগুলি উজাড় মনে সীমান্ত সংসারে যা ফোঁটায় ফোঁটায় অন্তমিলে চন্দ্রালো ভরিয়ে দেয়,
অথচ
এখানে কেউ জন্ম ধরে টানে এখানে কেউ এবং-মৃত্যু ধরে টানে দাউ দাউ শব্দ হুঙ্কার-এ,
কত হত ক্ষত নিয়ে ঝুলছে বিস্ময়ের কষ্ট,
বুকের চারপাশে লেপটে বসে আছে হিংস্র অভাব,
আমিও ঘুমের ভিতর চিৎকার করে উঠি নিজস্ব ছদ্মবেশে দুঃখ যেখানে নিঃশব্দ…..
রাজপথে আজ যুদ্ধ যুদ্ধ সাজ কৃষক বনাম না-কৃষক,
আমি বুকের উপর মাটি রাখি জয় কিষান জয় জোয়ান উল্লাসে……