T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় সৌগত প্রধান
by
·
Published
· Updated
ডাক
কেন জানিনা আজ তোর কথা বেশী করে
মনে পড়ছে কুন্তল…….
কুড়ি বছর আগের ঠিক এই দিনটাতে তুই বলেছিলি
কিছুতো ভুলতেই হয়, কিছু কথা, কিছু ক্ষোভ
কিছু ভুল সমীকরণে দূরত্ব বেড়ে যাচ্ছে পাতায় পাতায়।
আজ দ্যাখ শূন্য অঙ্কের পাতায়
ধূলো আর ঘাসবীজের ফাঁক দিয়ে উঁকি মারছে
টসটসে জীবন।
বড় কাছাকাছি চলে এসেছিলাম আমরা
চোখের সীমায় চোখ রেখে ছুঁতে চেয়েছিলাম আকাশ
ভাসিয়েছিলাম সর্বনাশের রং বৈকালিক হ্রদে।
অথচ দ্যাখ আর কোনো দিন একে অপরকে
ছুঁতে পারবোনা জেনেও
মনখারাপের রাত বসিয়েছি নাগরদোলায়
নিষেধ না মেনে সদর দরজা খুলে দিয়েছি হাট….
এভাবেই প্রাসঙ্গিক হয়ে থাকুক আমাদের অবকাশ
আমাদের না ফেরার ডাক…….