T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় কৌশিক চক্রবর্ত্তী
by
·
Published
· Updated
অসুখ
বিশ্বাস উজাড় করে রাখাছিল ভিতে
ছড়িয়ে দেবার আগে নাতিদীর্ঘ বীজ
যেটুকু আঁচড় খুঁটে ফেলেছি মাটিতে
সময়ের শীর্ণ বিধি করেছে খারিজ।
মেটেনি নশ্বর দাগ সখ্যতার আগে
মিথ্যেই সেসব আশা বিবর্ণ অসুখ
কোনো গন্ধ পোঁতা নেই নাছোড় পরাগে
অম্লতার দায়ে বিক্রি হয়েছিল মুখ।
ধর্ষণের অপ-সংজ্ঞা গাছেদের গায়ে
জন্মেছে অসাড় লতা জমিয়েছে পাপ
ফিরে তাকিয়েছে যারা বিপন্ন সময়ে
বিশ্বস্ত নসিব্ খুঁজে করেছে আলাপ।
জন্ম নেয় এভাবেই বিষন্ন গোধূলি
অন্ধকার ফেলে শুধু ছায়া বেছে তুলি।