T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় ডা: সত্যব্রত মজুমদার
by
·
Published
· Updated
সেই পৌষ পার্বণের দিনে
পৌষ পার্বণের দিনটি এলেই আকুল করে প্রাণে
স্মৃতির ঢেউয়ের উথাল পাথাল, নলেন গুড়ের টানে।
অতীন পন্ডিত ভাবেন শুধু কোথায় গেল সেই দিনগুলি,
পৌষের ঠান্ডায় কনকনে, হাড় কাঁপানো,উঃ কি বাবা ছিল শীত।
দামোদর নদের ধারেই ছিল ছোট্টো সেই গ্রাম,
একাধারে পুরুলিয়ার সীমানা ঘেঁসে,ঝাড়খন্ডে, ‘মৌ- টিলা ” গ্রামের নাম।
গড়- পঞ্চকূট সবুজে পাহাড় ঘেরা “টিলা – পাহাড় ঘেরা শাল পলাশের ছায়ায় মোরা, সুদূর মাঠের গ্রামীন পৌষের মেলা।
খড়ের চালা, মাটির ঘরে, ধানের বোঝাই উঠোন খানা, কাঠের উনুন, নতুন জামা, হারানো ছেলেবেলা।
হিমেল হাওয়ার পরশ মেখে খেজুর রসের গুড় যে হয়,
ঘরের দুধের পাটিসোপটা, নলেন গুড়ের পায়েস,
দুধ পুলিতে ভরা পৌষ পার্বণ, আনন্দমুখর দিনগুলির স্বপ্ন মনেই রয়।