T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় সুধাংশু চক্রবর্তী

বেঁচে থাক পৌষপার্বণ

এবারও শীত এলো । শীতের পিছনে চলে এলো পৌঁষ সংক্রান্তি ।
সংক্রান্তির গায়ে লেখা থাকে পিঠেপুলি । খেজুরের রস ।
মহামারীর দিনগুলি কেন মনে রাখবে এতোসব কথা । জল ছেঁচে
ছেঁচে খালি করে দিয়ে জীবন নদ । করে দেবে প্রাণ নীরস ।
এবার তোমার পালা । বৃথা কালক্ষেপ । দ্রুত বাঁধাছাঁদা নাও সেরে ।
যেতে তো হবেই তোমাকে । ডাক যে এসেছে বাতাসে ভেসে ।
পিঠেপুলি পায়েসের কথা রেখো না আর মনে । দেখো না আর স্বপ্ন ।
ভুলে যাও সব । পারো যদি তার হাত ধরে । চলে যাও হেসে হেসে ।
স্বজন হারানোর হাহাকারে ভাঙছে বুক । তোমার আমার অনেকেরই ।
কচুপাতায় জল বিন্দু যেন । এই আছে এই নেই হতে কতক্ষণ ।
শীত গ্রীষ্ম বর্ষা-র আসা যাওয়া লেগে থাকবেই । যে যে চিরকালীন ।
শুধু তুমি আমি অনন্তকাল বেঁচে থাকবো না । জেনে রাখো বিলক্ষণ ।
তবুও যখন শীতের আমেজ এসে লাগে গায়ে । কেন যে ভুলে যাই সব ।
একে অপরকে বলাবলি করি । এবারে শীত কি আগের চেয়ে বেশী ।
নাকি কম । নাকি তেমন জাঁকিয়ে বসেনি শীত । এখনো আছে দেরী ।
নাকি এবছর জমবে না লেপের ওম । কেউ যে কিছুতেই নই খুশী ।
তখন যদি হাঁক দিয়ে যায় কেউ । খেজুরের রস, নলেন গুড়ের মোয়া…
মনে হয় বেঁচে থাক পৌষপার্বণ । আমরা না থাকি তাতে ক্ষতি নেই ।
ব্যাটনখানা ধরিয়ে দিয়ে দিবো । শিখিয়ে দিয়ে যাবো পার্বনেরই পালা ।
ওরাই নাহয় পালন করুক পৌষপার্বণ । বছরের প্রতিটি শীতেই ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।