T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় অনির্বাণ চ্যাটার্জি

যা সত্যি হয়নি
অনেক রাত্রে কবিতা লিখতে বসেছি
বাঁশিতে বাগেশ্রী বাজাচ্ছেন হরিপ্রসাদ চৌরাশিয়া
বন্দীশে মধ্যলয়,ধীরে ধীরে দ্রুতলয়
সুরের ঝঙ্কার, আমার ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে খুউব
শীতের গভীর রাত আর কোনও শব্দ নেই
প্রতিপদের চাঁদ আকাশের এককোনে সরে যাচ্ছে
জানালা দিয়ে দেখছি শীতের আকাশ
চন্দ্রমল্লিকার বাগান জেগে আছে এখনও
আমার কবিতায় বার বার চলে আসে তোমার কথা
কেন যে আসে, যা সত্যি হয়নি ।।
দূর থেকে ট্রেনের শব্দ ভেসে আসে…