একদিনে কিছু হয় না, ভয় খেতে খেতে খেতে খেতে আমরা ক্রমশ সাহসী হয়ে উঠি
এই যেমন মৃত্যু থেকে উড়িয়ে দিয়েছি ভয়, শোক থেকে হাহাকার
হায় হায় করার মতো কিছু নেই আর
সৌমিত্র চলে গেলেন, মারাদোনা গোল খেয়ে গেলেন মৃত্যুর কাছে
তাতে কী?
ওদের মতো ঠিক খুঁজে নেব আমরা
চলাচল থমকে যায় যদি রক্তে
যদি অতি স্নেহ জট পাকায় ধমনীর বাঁকে বাঁকে
আমরা কী সহজেই আত্মসমর্পন করি মৃত্যুর কাছে?
ডাক্তার বাইপাস তৈরি করে দেন আর
রক্তের সম্পর্ক যখন ধাক্কা খায়, গতিপথ বদল করে আকছার,
টকটকে প্রবাহে যখন পড়ে কালচে নীল গিঁঠ
তখনও হাত গুটিয়ে বসে থাকি না
কবিতা লিখি, শোকের মতো, দুঃখের মতো অশ্রুজলের মতো কবিতা
বিশ্বাস করুন এখন আমার সত্যি কেউ নেই
ছেলের মতো, মেয়ের মতো, বোনের মতো, ভাইয়ের মতো, আত্মীয় বন্ধুর মতো সব সম্পর্ক নিয়ে
পড়ে আছি শেষ চরণে
শেষ পর্বের গুঞ্জন কানে পৌঁছোয় না জানি
তবে আমি মানুষ ছিলাম না কি মানুষের মতো এই প্রশ্ন উঠতেই পারে