T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় দীপঙ্কর সরকার
by
·
Published
· Updated
অনাগত অভিমুখ
সম্মোহিত মিথষ্ক্রিয়ায় চোখ রাখি । আলোর
বিক্রিয়ায়
ভাটিয়ালি সুর ভাঁজে নয়ন বৈরাগী , আলপথেই
নৌকা –
বিলাস সাজায় পরিযায়ী । বিভূতিভূষণের ‘ ইছামতী’
বাড়ায় সন্দেহের হেতু , মাধ্যাকর্ষণের সাধ্য কী ছিঁড়ে
ফেলে হাল বাংলা কবিতার ভূত ও ভবিষ্যৎ নিয়ে কথা হবে না , বর্তমানের পেছনে দৌড়ায় আট থেকে
আশি ; প্রজনন ইচ্ছায় দু হাতে রোজ সোনালী
বিপণন
আঁকি । কলুর বলদ হয়ে প্রকৃতির লীলা খেলায়
যতটা
টানা যায় ভাঙাচোরা জীবনের ঘানি — অনাগত সেই
ভোরের প্রতীক্ষায় থাকি ।