T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় শর্মিষ্ঠা দত্ত
by
·
Published
· Updated
মকরপর্ব
হেঁশেলে যে বাস ওঠে পিঠে আর পায়েসের
সাধ হয় স্বাদ নিই, চোখ বুজি আবেশে
রকমারি পুলি আর মিষ্টির বাহারে
রসনার বাসনায় দোষ নেই… আহা রে !
চালগুঁড়ি-গুড় দিয়ে ভাজা পাটিসাপটা —
ম’-ম’ করে চারদিক, ভুলে যাই মাপটা ।
ঝোলা গুড় দিয়ে যদি পাই সরুচাকুলি
ক্ষীর-নারকেল পুরে ডজনখানেক পুলি
পাটালি -পায়েস চাই শুধু এক বাটি
নলেন গুড়ের স্বাদ একেবারে খাঁটি
বদ্যির বিধানে যে চিনি খাওয়া বন্ধ
মুগশামলিটি তবু বড়ই পছন্দ —
যদিও সাবড়ে দিই ভাজা শেষ না হতে
‘পেটে খেলে পিঠে সয় ’ —বিশ্বাসী তত্ত্বে ।
রক্তে যে মধুমেহ ক্রমাগত বাড়ছেই —
মিষ্টির নাম নেওয়া একেবারে মানা তাই ।
খেজুরগুড়ের ঘ্রাণে প্রাণ করে ছটফট
জিভে জল আসে তবু বচনে ‘স্পিকটি নট ’ !
লুকিয়ে -চুরিয়ে যদি পেয়ে যাই খান চার —
তবেই তো জমে যাবে মকরের অভিসার !