T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় যুথিকা সাহা
by
·
Published
· Updated
পৌষের শেষে
হিমেল হাওয়া দিচ্ছে ডাক,
উড়ে চলে সাদা বকের ঝাঁক।
পৌষের শীতের সোনালী রোদ্দুর ,
ঝরা শুকনো পাতায় যেন ছন্দের সুর।
এলো যে এলো শীতের বেলা ,
উচাটন মনে এখন পৌষ-পার্বনের মেলা।
খেজুর গাছে নেমেছে ওই রসের ধারা,
নলেন গুড়ের সুস্বাদু খাসা ওই জলভরা ।
পিঠে -পুলি পায়েস আছে কত্ত রকমারি,
স্মৃতির খেয়া বেয়ে দিলাম সেই মেয়েবেলায় পাড়ি।
অবাক চোখেই খুঁজে পাওয়া সেই সে রঙীনদিন!
ভাঙাগড়ার সংসার জীবনের স্মৃতি হয়না মলিন।
সুখের ঘরে বাসা বেঁধে তারেই খুঁজে চলি ,
অস্তাচলের জীবন এখন তবুও কেমন করে ভুলি ?
পৌষবেলার এই সোনা রোদ মেখে নিলাম গায়,
আলসে শীতকে তাই জড়িয়ে রাখি নকশীকাঁথায়।