T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়

সেই পৌষ এই পার্বণ
বসত এখন শহরতলির কাছে,
ইউটিউবে ঝুমুর গানের কলি।
মকর স্নান তো কবেই ছেড়ে গেছে,
যদিও বানাই দু-এক রকম পুলি।
দেখছ কেমন পৌষ মাসের মাঝে
গ্রীষ্ম যেন দিচ্ছে এসে হানা?
হঠাৎ যেন হিমেল ঋতুখানি
অগ্নিশর্মা শীতকে করে মানা?
আনমনে যাই সেই শেগুনের বনে,
রাঙামাটির পথের ধারে বাড়ি,
ভুলিনি সব কিছুই আছে মনে–
খেলার মাঝে আজ ভাব কাল আড়ি।