T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় শেখর কর

১| অমীমাংসিত
প্রতিটি চরমের শেষে
অবসন্নতায় ডুবে যায় তেজ
আঁধার গ্রাস করে সত্বা
জেগে থাকে মন, মনের চোখ
নিরন্তর অপলক…
কাঙ্ক্ষিত বাসনা মিটে গেলে
তীব্রতা উদগ্রতা
সব জোলো হয়ে ওঠে
এসব ভাবতে ভাবতে একদিন
অমোঘ সন্ধ্যা নামে
আদিগন্ত কুয়াশায় ঢাকা পরে
অমীমাংসিত যাপনকথা..