এমনও তো হতে পারে – তে জয়শ্রী রায় মৈত্র

চায়ের মাটির পাত্র দিয়ে বানানো ফুলদানি। বিস্কুট এর কাগজ দিয়ে বানানো ফুল।
প্রণালী: চায়ের পাত্র ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে রঙ করে কয়েক টা চুমকি বসিয়ে দিলে তৈরী হলো ফুলদানি। বিস্কুটের কাগজ কে সুন্দর করে কেটে এদিক ওদিক ভাঁজ করে মাঝে র থেকে একটা তার বেঁধে দিয়ে কাগজ চারিপাশে ছড়িয়ে দিয়ে পাস গুলো কেটে দিলেই ফুলদানি তে বসানো ফুল।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।