পরজন্মে আছে কি কোন বিশ্বাস?
কহিল বিবেক, ছাড়িয়া নিঃশ্বাস।
জবাব পাইলো বিবেক, তর্কে বিতর্কে।
জন্মান্তর আসে, পাপ পূণ্যের অঙ্কে।
তাই, নিপুণ হইল মন মঙ্গল কাজে।
জনম যে লভিতে হবে মহান সাজে।
লভিতে হয় যদি মানবজীবন পরজম্মে।
ধন্য হোক সে জীবন বিবেকানন্দ কর্মে।
জীবনাদর্শের হোক বর্ষন সারা জগতে।
হোক ম্মরণীয় সে জীবন প্রতি প্রভাতে।
বিবেকানন্দের জীবন আসুক বারবার।
যতদিন নাহি হয় প্রাপ্তি, মোক্ষের দ্বার।
পরমহংস রামকৃষ্ণের অমর কথামৃত।
সুদূর প্রসারিত বিবেকানন্দের জীবনামৃত।
দুইয়ের সন্ধিতে হয় বিলীন আমিত্ব।
হয় পুলকিত জীবনের অমর কৃতিত্ব।
হয় যদি মানবপিপাসা কল্যাণময় কর্ম।
তবে ধন্য, পুর্ন ও সার্থক হবে পরজন্ম।