কবিতার বড়দিনে জারা সোমা
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
উপহার
নিজেকে দেখা হয় না বহুকাল
কমলালেবুর খোসা ছাড়াতে ছাড়তে
চলে গেছে সময়,একেকটা কোয়া
পাপ করার ইন্ধন দেয়
অথচ বাইবেল বলেছিল আপেলের গল্প
আজকাল সন্ধ্যা নামে ঝুপ করে
মুখোশ আঁটা রোবটেরা হেঁটে যায় গন্তব্যে
বেশ কিছু শীতরাত আড়মোড়া ভেঙে জেগে ওঠে
কাবাবের সাথে ওয়াইনে জমে মৌতাত
বিছানার পাশে আধখোলা আরব্যরজনী
আমি দুঃখবিলাসী মানুষ ধুলো ঝেড়ে
ছাঁকতে বসি ছক্কা – পুটের সাতকাহন
ছাঁইরঙা আকাশ খুব ভালো করে জানে
কবির মতো মিথ্যুক পৃথিবীতে দ্বিতীয় নেই
তবুও ডিসেম্বর এলেই বিশ্বাস করে
সাহিত্য – কবিতায় লেখা উপহারের গল্পগুলো
জিঙ্গল বেল…জিঙ্গল বেল….জিঙ্গল বেল।।।