সাতে পাঁচে কবিতায় দেবদাস কুণ্ডু
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
জ্যোৎস্নার মৃত্যু
আজ অন্ধকারে ডুবে গেছে চাঁদ
পৃথিবীকে করেছে নি:স্ব ভিখিরি
আগামী প্রজন্মের বুকে ফূটবে না
স্থল পদ্ম শিউলি টগর মালতি
অন্ধ পেঁচা আয়োজন করলো শোকগাঁথা
অন্ধকার আকাশে ডানা মেলে উড়তো চিল
তার ডানায় লেগে থাকতো শেষ বিকেলের আলো
একটা কোকিল ডেকে চলেছে অস্থির কন্ঠে
চাঁদের মৃত্যুতে মূহ্যমান কোকিলের চোখে অশ্রু
পৃথিবীতে এ কোন নিশি নেমে এলো
কৃষ্ণাঙ্গ মানুষের মতো
ধরনীতে যতো ছিল পায়রা
পালক ঝড়িয়ে মৃত্যুকে করল আলিঙ্গন
চরাচর জুরে অন্ধকারে আর কোনদিন
বলবে না জ্যোৎস্না, প্রেম কথা
আগামী প্রজন্মের চোখে থাকবে কোন স্বপ্ন?
কিশোরীর ঠোঁঠে কেমন করে রাখবে আঙুল?
কিভাবে বলবে ভালোবাসার নীরব কথা?
এসো আমরা ধরি হাত, বাঁধি নতুন ভুবন
গাংঙে ভাসাই মূয়রপঙ্খী তরী
জ্যোৎস্নার মৃত্যুতে চরাচর জুরে
নেমে এসেছে শ্মশানের রক্ত হীন নিস্তব্দতা ।