কবিতায় ড. রাখীবৃতা বিশ্বাস
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
অথ যাপন কথা
দিগন্তরেখায় সাঁঝবেলার গা ঘেষে,
প্রতিদিন টুপ্ করে ডুবে যায়
অস্তগামী শ্রান্ত, শান্ত,
চিরপ্রত্যয়ী ঐ সূর্য।
আর ঠিক তখনই,
অটুট, অতল আবছায়া ঘেরা ক্যানোপির মতো
নিঃসঙ্গ টেবিল ল্যাম্পের অমোঘ ছায়ায়,
নিশ্চিন্তে পাশাপাশি এসে বসে ওরা!
ওরা হল, সুখ আর অসুখ…
ওরফে দুঃখ আর সুখ!
বড়ই অন্তরঙ্গ ওদের যাপন,
অনুগত, একান্ত আপন।
কতকটা সেই,
“জিন্দেগীকে সাথ্ ভি, জিন্দেগীকে বাদ ভি” – র বিজ্ঞাপনী আশ্বাসে মোড়া …
যেন এক গভীর বন্ধন !
সত্য ও সংশয়ের চিরাচরিত মায়ায়,
সুখ আর দুঃখ আসে …
আমাদের সবার কাছে।
“না চাহিলে যারে পাওয়া যায়” – এর
মতোই অকপটে বড্ড ভালোওবাসে!
আমরাও বেঁচে থাকি,
একসাথে সবটুকু সয়ে…
ছন্দ ভাঙা কাব্য হয়ে,
সুখী সাজা দুঃখের বিলাসে!
আর ভিড়ের মাঝেও রাখা
একলা অবকাশে,
জীবনের হিসেব নিকেশ
স্মৃতি হাতড়ায় …
কেবলই মুচকি হাসে।।