যার কারণে ভবে আসি
বাবা হলেন তিনি,
বিপদ আপদ সুখে দুখে
সদা থাকেন যিনি ।
ভালোবাসি বলেন নাতো
কোনো সময় মুখে,
মনের থেকে চেয়ে যাবেন
সবাই থাকুক সুখে ।
সবার জন্য জামা কাপড়
কিনে এনে দেবেন,
সবাই খুশি থাকলে পরেই
তিনি একটা নেবেন ।
যতো সময় বেঁচে থাকেন
বুঝি নাতো অভাব,
যার যা লাগে দেবেন তিনি
এটা বাবার স্বভাব ।
নিজের থেকে পরিবারের
কথা ভাবেন বেশি,
সারাজীবন করার জন্যই
শক্ত রাখেন পেশি ।
২। শিখে লেখ
লেখাটা নয় সহজ কাজ
তবুও সবাই লিখছে আজ,
পেতে চায় শুধু নাম
আমি বলি ওরে থাম,
আগে তুই শেখ / শিখে নিয়ে লেখ।
প্রতিভা হলো প্রভুর দান
সুন্দর লিখেই পাবি মান,
আয় চলে আয় কাছে
লেখার অনেক আছে,
লেখ ছল ছেড়ে / যাস কেনো হেরে?
মনের কথাটা লেখে কবি
সমাজের তুলে ধরে ছবি,
কলমটা হাতে নিয়ে
লিখে যায় মন দিয়ে,
কত জনে পড়ে / ইতিহাস গড়ে।
ছন্দ মাত্রা ঠিক রেখে লেখা
লেখার ফলেই কিছু শেখা,
কেউ পড়ে বলে ভালো
তাঁর মনে জ্বলে আলো,
কবি খুশি হয় / কেটে যায় ভয়।
৩। মা যেমন
এই জগতে মায়ের মতো
আপন কেহ নাই,
যখন যেমন চেয়ে গেছি
পেয়েছি সব তাই।
বাইরে থেকে ঘরে ফিরে
দেখলে পরে মুখ,
যত দুঃখ থাক না মনে
ভুলি সবটা দুখ।
অনেক কষ্ট সহন করে
মানুষ করে যায়,
সবার খাওয়া হলে পরে
তবেই কিছু খায়।
কঠিন সময় আসে যখন
বাড়ায় মনের বল,
সাহস দিয়ে বলবে হেসে
আমার সাথে চল।
ভালোবাসা স্নেহ ছাড়া
মনে নাহি দ্বেষ,
মায়ের কথা যতই বলি
হবে নাতো শেষ।
৪। অনেক কষ্টের
অর্থ কামাই করার জন্য
জিনিস পত্র বেচি,
হাঁটতে হাঁটতে বোঝাটা নিয়েই
সবার বাড়িতে গেছি।
কেউবা কিনেছে কেউবা বলেছে
পরে আসবেন ভাই,
ঘরের কর্মে ব্যস্ত আমরা
সময় কারোর নাই।