কবিতায় তাহমিনা শিল্পী
শিশিরাদ্র প্রহর
কার্তিক এলেই মনোভূমির ঘোর মৌসুম
আমার জাফরান রঙের পায়েল বেজে উঠে রিনিকঝিনিক
শিশিরসিক্ত ঘাস তাতে দেয় প্রগাঢ় চুম্বন
আলতো পায়ে আমি হেঁটে চলি
হারাই প্রাণের আকুলতায়।
যতটা না ভিজে পা,তারও বেশি মন!
খেজুর পাটালির ঘ্রাণমাখা শীত বাতাস ছুঁয়ে গেলে
কাঁপন লাগে ভালোবাসার প্রান্তিক মোহে
আত্মীক ভাবনায় মগ্ন হয়ে
অতীত ঘেটে খুঁজে আনি শিশিরাদ্র প্রহর।