কবিতায় উজ্জ্বল কুমার মল্লিক

শ্যামা-সংগীত

কাজ নেই মোর দুধে-ভাতে,
থাকি মত্ত তোর রাঙা-পদে;
কাজ নেই মোর দুধে-ভাতে।
মনের দুয়ারে দ্বারী হ মা,
রিপু কভু না ঢুকতে পারে;
কাজ নেই মোর দুধে-ভাতে।
হাতের অসি হোক্ না বাঁশি,
সুর শুনে ভুলি গয়া-কাশী;
আপন মনে রই যে বসে
তোর রাঙা-পদে রস-বোধে;
কাজ নেই মোর দুধে-ভাতে।
উজ্জ্বল বলে লিখে চলি মা,
আশিস নিয়ে মাথার ‘পরে;
কাজ নেই মোর দুধে-ভাতে
কাজ নেই———————
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।