কবিতায় নন্দিনী সঞ্চারী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
১| ধোঁয়াশা
বড় দীর্ঘ সেই রাত
একফালি তামাক-ধোঁয়া চাঁদ
ভেসেছিল আজ।
ধোঁয়া সাদাঘোড়া হলে
চাবুক দিতাম তোমার হাতে
মনে করো সে সপাং
আমার পিঠে জলতরঙ্গ বাজে।
ইবাদতের রোশনাই থাক
তোমার আমার মাঝে।
তুমি সরিয়ে নিলে হাত
এই সহস্র মন আমার
টুকরো হয়ে ভাসছে দেখো
শুক্লা দ্বিতীয়া রাত।
২| আলোকবাজি
এই চুল গোড়ালি ছুঁয়ে যাক
সামলে দিক বেসামাল স্তনভার
শুক্লাচতুর্থী যেন টসটসে চাঁদ
কলঙ্কবৃন্ত খসে গেলে, এই গমক্ষেত
আর কত ক্ষুধা ঋণ দেয়!
কৃতবিদ্য বাজিকর, দেখো,
তোমার উড়ন্ত আলোবাজি, আকাশময়।