মনের কোণে
মনের কোণে,
একটা ইচ্ছের আকাশ ছিল
আলাে বিছানাে একটা পথ ছিল
কীভাবে যেন হারিয়ে গেল সব..
আজ, চারিদিকে শুধু শূন্য চরাচর
অসংরক্ষিত দিনগুলাে পেরিয়ে যায়
সমস্ত দিন পূর্ণ অবকাশ, অনন্ত অবসর!
মনের কোণে,
হৃদয়ের গোপনে
একটা প্রগল্ভ মুখ ছিল
যে ধরেছিল হাত
একটা নতুন স্টেশনে নিয়ে যাবে বলে
অকস্মাৎ, আবহাওয়া বদলে গেল
লােকালয়ে শুনি সর্বনাশী পত্রের মর্মর!
মনের কোণে,
তবু, একটা বাউন্ডুলে আশা আছে
সদাই স্বপ্নের জাল বুনে চলে অবিরত
তােমায় আমায় মিলে করি পরিভ্রমণ
আদিগন্ত সাগরে নৌকা ভাসাই ইচ্ছেমতন
বানিজ্য-পর্যটন শেষে, উপনীত হই
হীরাবন্দরে, এক স্বপ্নের মায়াবন্দরে
লতাঘেরা সম্পর্কের গােপন উপনিবেশ
গভীর রাতে চেনা ইশারাতে স্পর্শবােধ
খােলসজন্ম, প্রজাপতি ওড়ে—
এই পৃথিবীর এত বয়স… তবু, কত মায়াবিনী!