T3 সাহিত্য দ্রুমের হাফ সেঞ্চুরি পর্বে নব কুমার দে
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
শাপিত জীবন
সমস্ত ভয় ভীতি ডিঙিয়ে
ঘেন্না করতে করতে নিজেকে
পালাতে থাকি নিজের থেকেই
বড় রাস্তার বাঁকে এসে পিছন ফিরে চাইতেই দেখি
অন্ধকারের গা ঘেঁষে ঘেঁষে
আমাকে অনুসরণ করছে আমারই মেয়ে
আমাকে দেখেই সে ফিরতে শুরু করে
এই দাড়া , এই দাড়া চিৎকার করি
ও ছোটে ছোট্ট ছোট্ট পায়ে
আমি বড় বড় পায়ে ছুটতে থাকি
তবু ওকে ধরতে পারিনা
এই দাড়া , রাস্তা জুড়ে দাঁত বার করে আছে হিংস্র কুকুর
কামড়ে দেবে যে
গলির মুখ থেকে যে কোনও সময় ছুটে আসতে পারে গাড়ি
ওরে থাম , তোর কিছু হয়ে গেলে
শেষ বাঁকে এসেই ওকে আর দেখতে পাইনা
ফ্ল্যাট গুলো মুছে যেতে থাকে চোখের সামনে থেকে
তার বদলে দুপাশে গভীর ঝিল
মাঝখানে ফালি রাস্তা
চাঁদের আলোয় চিকচিক করছে আতঙ্ক
জলের তলায় কারা খলখল করে হাসছে
কেমন অসাড় , অসহায় হয়ে যাচ্ছি ধীরে ধীরে
আমি যত ছুটি তার চেয়ে অনেক দ্রুত
দৃশ্যপট সরে যেতে থাকে পেছন দিকে
আমার মৃত্যু ভয়টা কাটিয়ে উঠেছি অনেকক্ষণ
কিন্তু বাচ্চা টাকে যে খুঁজে নিরাপদ করে আসতে হবে
হায় শাপিত জীবন ,
হেরে গেছি মানার পরেও , আমাকে এখনও
অনেকবার হারতে হবে