দিব্যি কাব্যিতে স্বপ্না দে

১| করোনা ভাইরাস

2019 এর ডিসেম্বর মাসে
করোনা ভাইরাস এলো চীন দেশে
চীনের উহান শহর ধংস করে
ছুটলো করোনা ইতালী স্পেন
আমেরিকা আরো কত দেশ মহাদেশে
কত শত দেশ আজ করোনার কবলে
সারা বিশ্ব কম্পমান করোনার ছোবলে
ভারতবর্ষকেও করেছে গ্রাস
পীড়িত কত মানুষ জন
সকাল সন্ধ্যা খবর শুনে
বক্ষে ওঠে কম্পন
মন্দির মসজিদ গীর্জা গুরুদ্বার
সবার দ্বারে ঝুলছে তালা
মানুষ আজ পারেনা যেতে
শুকায় তাদের ফুল মালা
আল্লা যীশু মহাবীর ভগবান
করোনার ভয়ে ছেড়েছে বাসস্থান
দেবতারা আজ বিরাজ করছে হাসপাতালে
দিবারাত্র করছে সেবা
করোনা রোগীরে
কে বলে আল্লা নেই ভগবান নেই
নেই কোনো দেবতা
মানুষের মাঝে থাকে তারা
নেই আমাদের চেনার ক্ষমতা
করোনার ভয়ে মানুষ আজ
একসুরে সুর মিলিয়েছে
জাতি ধর্ম রাজনীতি ভুলে
একে অপরের পাশে দাঁড়িয়েছে
বড় বড় মহাপুরুষরা রাজনীতিবিদরা
ছলে বলে পারেনি সকল মানুষকে
এক ছাদের তলে আনতে
কিন্তু প্রাণের ভয়ে সারা বিশ্বের মানুষ
আজ একহয়ে লড়ছে
করোনার বিপক্ষে
করোনা মানে মৃত্যু ভয়
আতংকিত মানুষ সব ভুলে ভাবছে
কেমন করে সবাই বাঁচবে
করোনা মানুষকে মনে করালো
বিবেকানন্দের সেই মহৎ বাণী
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নয়।

২| বিধান

ভগবান তুমি মঙ্গলময়
মানবজাতি কয়
তোমার করুণা অসীম
তাই তুমি করুণাময়
কত নামে ডাকে মানুষ
বিপদে যখন পরে
কোনো নামেই দাও না সাড়া
মিছে তারা কেঁদে মরে
নামের মত তোমার আছে
অনেক বাসস্থান
সকাল সাঁঝে মানুষ তোমায়
করে অন্বেষণ
বাকহীন যারা নীরবে সহে
ভাসে অশ্রু জলে
তুমি নাকি রাম রহিম
করুনানিধি বলে
তুমি নাকি দয়াময় হরি
সবার করো ভালো
নির্বাক যারা তোমার সন্তান
পায় না তোমার আলো
জগৎ সৃষ্টি করেছো তুমি
বলি আমরা মানবজাতি
তোমার সৃষ্টি সকল জীব
পায় না তোমার সহানুভূতি
দিনরাত হত্যা হয় যারা
করেনা কোনো অভিযোগ
আমরা মানুষ হত্যা করি তাদের
করি না কোনো সহযোগ
মানুষ মানুষকে করে না ক্ষমা
স্বার্থের ত্রুটি হলে
তুমি কখনো দাও না সাড়া
পাথরে থাকো বলে
যা করো সবই মঙ্গল
এই বিধানে রহি
অমঙ্গলকে মঙ্গল ভেবে
নীরবে সব সহি
সত্যি কি তুমি সৃষ্টিকর্তা
জগৎ সংসারের পিতা
তবে কেন সহ্য করো
এত অমানবিকতা
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।