কবিতায় আলতাফ হোসেন উজ্জ্বল
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
১| রুপালী রঙের ছোঁয়া
পূবালী আকাশে দেখেছি সূর্য
উঠন্ত দিবসে দিনময়ের ছায়া,
অপরাহ্ন তটে এবার চিনেছি তারে
আধভাঙা গোধূলির বিদায়ী মায়া ।
খাল-বিলের তরীতে ছোট্ট মাস্তুলের
আলোতে লেগেছে সিগলাল ,
আধভাঙ্গা চাঁদের আলোয় চকচক
হৃদয়ের উষ্ণ অনিবার্ন ।
আঁধারের শিস শোনা যায়
কান পাতলে মীনাকুমারীর কান্নার
টুপটাপ,
ঝরে যাওয়ার অলৌকিক মূর্ছনা
প্রাণবন্ত স্বপ্ন নতুন সাজে গাঁথিবার
উল্লাস ।
স্বপ্নিল গভীর মমতায় রোমাঞ্চে ভেড়ে
নতুন সাজে এ-ই ভবে,
পুরনো দুঃখগুলো সাপের খোলসের মতো
পড়ে থাকে আনাচে কানাচে।
২| আবারো এসেছি
আবারো এসেছি, কথাও ছিলো
ছিল নিস্তব্ধতা!
ছিল বিদীর্ণ ভালবাসা ,
হয়তবা নিস্প্রভ হৃদয়যন্ত্র আমার,
তোমার ঠোঁটের তিলকট চিহ্ন,
আঁকড়ে ধরে,
যুক্তিতর্কে হেরেও,
ভালবাসি আবারও নতুন সাজে,
জড়িয়ে দেই তোমারই গল্পে।
হৃদয়ে রোমাঞ্চ বুঝি এঘরেই কোথাও!
স্বপ্নের কথা হৃদয়ে কবির বাসনায়
আপন-পিয়াসী ;
বহুকাল আগে মৃয়মান উল্কায়
বয়ে চলা মেঠোপথে-তোমায়
ভালোবাসি!
শুভেচ্ছা শুভকামনায় উদ্বেলিত জীবন
আপন গতিতে সরবে ঘোষনা
ভালোবাসি তোমারই গল্পে!
আবারো এসেছি নতুন সাজে এ-ই
পংক্তি শেষের কথা!
হৃদয়ে পংক্তিমালা বর্ননা তুমি ;
ভালোবাসি ভালোবাসি বলেই উৎরাই
তোমারই চিহিৃত ঠোঁটের তিলকট
মায়াবী মুখের প্রতিচ্ছবি ।