চিড়িয়া বিলের ধারে বারশিঙ্গা মৌজের শাখা,
বারণ মানো না ফুরিয়ে এলে বেলা;
কবজি উলটে দেখাও বালিঘড়ির প্রেম-বিরহ
কাশের বনে ঘুঙুরের বায়নাক্কা জুড়ে একপ্রস্থ এলাটিং বেলাটিং
রূপটান নেই যে ঘরের, তার দরজা দখল করে রাখে এক তোমার আরশি
উড়ে যায় ধনেশ, ফিঙে।
মন্থনের পথ ভরেছে শামুকের খোলে,
ডালিমদানা গেঁথে গেঁথে সুর সাধা বোষ্টুমীর সাগরকাঁচুলি
মহাকালের গুহা থেকে প্রকাশ্যে আসে আদিকরোটি
এখানে লেখা নেই কোনও নাম,
পিছিয়ে যেতে যেতে হাত পেতে রাখা এক ভিক্ষুক মায়াপুঞ্জের কাছে সমর্পণ
প্রশ্ন আসে, তোমার আত্মার প্রাণী কে?