বাতিল পেরেক বসে গেছে নিভৃত গোছানো প্রেমে
এখন জাগতিক বাস্তবতার টুকটাক বুঝে নিতে চায়
আগামীর স্বরলিপি পরপর শক্ত কিনা
জড়াতে চায়, তবু চায় না সামগ্রী হতে
মনে হয় বদলে গেছে, মনে হয় না,মৃত আমির পাশে
মরচে পেরেক সিঁধেছে জীবনবিন্দু বরাবর
উপড়ে ফেলিনি, মূলধন যাবতীয় কান্নার মুলক বলে
অযাচিত শ্বাস ওঠা নামা করে
কেমন আছি মনে পড়ে না।
মৃত্যুই শুরু
এই যে পুড়ে যাচ্ছে মৃত্যুর শেষ ব্যবস্থা
এই-ই জীবনের শুরু এবং পর্বান্তর
এই জংশন থেকে আরম্ভ জন্মের ইতিবৃত্ত
যোগ বিয়োগের সাধারণ গনিত আর সিঁড়ি নামা সরল
কলম থেকে জীবনে লেপ্টে থাকে মৃত্যুর পরে
মাঝে কালখণ্ড কার কেমন বাঁক ভিন্ন হয়ে যায়
যৌবন জোয়ার – অবধারিত ভাটার সাক্ষাতে
সাঁতার শিখে নেয় ততটুকু – ধক যত দেয়
শুধু নৈঃশব্দে মৃত্যু মহারাজ অবিচল
অনন্তঃ সাম্রাজ্য নিয়ে ঘনরাত কারও প্রতীক্ষায় নেই
শুরুর বিধিব্যবস্থা সাজানো – যে যখন আসে
দাউ-দাউ আগুনে ছাই হওয়া – জলের স্রোতে গ্রহ পর্যটন
চরৈবেতি জীবন যদি একে না বলি- তবে মৃত্যু কি?
পছন্দ করতেই ভবে, তার কোনো মানে নেই, আর বানান ভুল লাগলে ঠিক করে দেবেন যদি চলার মতো মনে হয়।