।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় মলয় পাল

মৃতবৎ
বড় একা একা পৃথিবী ,
তার চেয়ে বেশি এক ঘেয়ে শূন্য দু হাত,
এর চেয়ে বড় অসহায় আছে কী?
জীবিত না মৃত বুঝিনা তফাৎ।
তোর বুকে অসহায় মুখ গুঁজে চেপে রাখি কান্না।
ঠাঁই নিই দুঃখে অথবা অসুখে ,
আর কত দিন এইভাবে আর না;
ছুটে যাই একলাঘরে,বেঁচে থাকি বাঁচারই অসুখে!
এই ভাবে আর কতদিন,ভাবনারা সীমাহীন।
স্বেচ্ছামৃত্যু বরন করে আঁধারে।
বড়ছে সময় দেওয়াল ঘড়িতে দিন দিন—
প্রতিদিন নুয়েপড়া দগ্ধ দিনের ভারে!
মৃতবৎ জীবন যাপনে,ক্ষত আর যন্ত্রনা মনে—
বাঁচার কেমো থেরাপি পাই নিত্য সৃজনে!