।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় বনশ্রী

একটা জীবনের গল্প

এক চিলতে রোদ্দুর পড়ল সিমেট্রির গায়ে ৷
ফিরতি পথে দুচোখে বিন্নিধানের মুঠো খই,
হাওয়ায় উড়ছে মেঘজীবন ৷
রূপকথা ঝরে পড়ে টুপটাপ বৃষ্টির পায়ে ৷
চৌরাস্তার মোড়ে হর্কাস মিটিং,
ছেলেটার মুখে , কাজের দাবি ৷

গাঢ় নীলচে চোখ, কোঁকড়ানো চুলে
ভূমধ্যসাগরের ল্যাভেণ্ডার সৌরভ ৷
একমুখ হাসি ৷ স্বপ্ন রাশি রাশি ৷
জিতবার অদম্য কৌতূহল ৷

লক -আনলক কারসাজিতে
মায়ের শরীর যক্ষায় খেল ৷
টিনের চালে চাঁদের বাড়ি ,
আধপেটা ভাত ৷ চাল খুদ পেল ৷
ছেলেটা হাঁটছে মিছিলে মিছিলে ৷
পথে পথে , অলিগলিতে ৷

কষ্টবুকে নষ্ট পলাশ ৷
রক্তক্ষরণ ৷ক্লিষ্ট শ্বাস ৷
এক একটি দিন
খসে পড়া পাপড়ির সারাংশ ৷

রুটির রাজ্য কোজাগরীময় ৷
ঘুমের দেশ নিশ্চিন্ত আশ্রয় ৷
জন্ম -মৃত্যু ঢেকেছে বুনো হাসনুহানা ৷
রোজারিও ঘুমোচ্ছে ৷ জাগিয়ো না ৷

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।