।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় পার্থ সারথি চক্রবর্তী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
মৃত্যু আজ ভৃত্য
এক বুক আকাশ নিয়ে,
বেরিয়ে পড়ি তেপান্তরের পানে-
সঙ্গে রাখি হৃদয় ভরা উদ্যম,
আর উদ্দীপনা ।
বিপদ যত পথে এগিয়ে,
বুক ফুলিয়ে যাই মাড়িয়ে,
যাই,চলে যাই দূর পাহাড়ে-
সূউচ্চ আর দু:সাধ্য।
জীবন মরণ অতি তুচ্ছ
সামলে রাখি প্রলয়গুচ্ছ
মৃত্যু আজ হয়েছে ভৃত্য-
শিশির ভেজা ঘাসের উপর
হেসে বেড়ায় জীবন খেলার
ইতিবৃত্ত ।
প্রাণের আলো
ধীরে ধীরে উপড়ে যাচ্ছে এক একটা বটগাছ
কোথা থেকে আসা এক দমকা হাওয়া,
নাড়িয়ে দিয়ে গেল শিকড়,আলগা করে দিল মাটি
সময় কিন্তু বারবার পরীক্ষা নেয়,
যাচাই করে নিতে চায় কষ্টিপাথরে।
আর পথের বাঁকে বাঁকে থাকা প্রশ্নপত্র
বদলে যায় প্রতিনিয়ত ।
আমরা তবু তৈরি,লড়ব শেষ অবধি;
যতই হোক কঠিন, মনে হোক দুর্জয় ।
এ পৃথিবীতে প্রাণের আলো জ্বালিয়ে রাখবই