।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় নব কুমার দে
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
আশ্চর্য যাপণ
আশ্চর্য যাপণ শেষে
শূণ্য মুঠো
চাক চাক বিষাদ দলা পাকিয়ে এলে
সাময়িক নির্বাসন
ইচ্ছে করেই খেউর লিখি
ঠমক আর দমকের তলায়
থেৎলে যেতে দেখেছি নিষ্পাপ শিউলি
কে যেন লিখে গেছেন
যারা সত্যি ভালোবাসে তারা আড়াল করে রাখে
তবে যে ল্যাজঝোলা দোয়েল শেখালো আমায়
কেমন প্রেমিক তুমি
ভোরের আলোয় মায়াবী শিস মেশাতে জানো না
ভালোবাসো তা কি লুকোবার কথা
চিৎকার করো
থাক এসব
সারাদিনে দুটো ট্রেন চলে এমন কোনও ভুতুড়ে স্টেশনে
সময়ের সাথে রঙ মিলান্তি খেলবো
বড় একঘেয়ে নির্জনতা
কাছাকাছি কোনো বাউলের আখড়া পেলে বর্তে যেতাম
এক ছিলাম গাঁজা ছড় কাটা সুখ
হাজার মিথ্যা বলেছি তোমায়
শুধু এইটুকু বাদে
আমি কাঠগোলাপ ভালোবাসি
ভীড় বাড়ছে
মনে হয় শেষ ট্রেন এসে গেল