।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় সেকেন্দার আলি সেখ
মা এসেছে
মা এসেছে মাটির ঘরে
ঢোলক বাজা
মা এসেছে আশিস নিয়ে
ম্যারাপ সাজা।
মা এসেছে বাংলাদেশে
বাপের বাড়ি
মা এসেছে সুখ এনেছে
সাজিয়ে গাড়ি।
মায়ের আশিস মাথায় নিতে
আয় গো তোরা
মা এসেছে সেই খুশিতে
পাগল–পারা।
সেই খুশিটা সূর্য আলোয়
মাতন তোলে
রাত বাড়লে ঠাকুর দেখায়
ভিড়টা ঠেলে।