।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় সুকান্ত ঘোষাল
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
সাইনবোর্ড
ইউটিউব বাতিকের অপর পৃষ্ঠায়
ঠাণ্ডা জলের স্নান
প্রস্তুত থাকি পরবর্তী গাঁথনিতে
নিজেকে গুঁজে দেওয়ার জন্য
দেরাজ তৈরির মানসিকতায়
জুতো পালিশের লাইন
সেখানে যাকে পাহারায় রাখা আছে
তার সম্মতির ঝাউবনে ভিডিওকলিং
স্পিডব্রেকারগুলির স্বাদকোরকে
গতির ওঠানামা
আমার যাবতীয় ভুল মন্ত্রপাঠ সেখানেই
ওগো সাইনবোর্ড !
ডিজিটাল
বিকেলের লাল কৌটোয়
ঘাসফড়িংয়ের স্কেচ
লাভজনক টকভ্যালু খুঁজে নিতেই
আদিগন্ত চুপচাপ সবুজ
ছাতিমতলায় মন্দির ছোঁয়া
বিলম্ব প্রত্যাবর্তনে ডিজিটাল বিপ্লব
তুজুক-ই-আমি
বুকপকেটে একটি ‘জবাব চাই , জবাব দাও’
রেখে দিই !