দুই হাত দিয়ে দুই কান চেপে ধরুন
আর থপ থপ ক’রে পা ফেলুন মেঝেতে
সেকেন্ড পিছু এক কদম
এই আবহসঙ্গীত সম্পূর্ণ আমার নিজস্ব
চোখ বন্ধ করুন
দেখুন
ভারতবর্ষ! দেখতে পাচ্ছেন না ?
লাহোর , ঢাকা , রেঙ্গুন — আলাদা লাগছে!
হাত নামান
উচ্চে আর আমডাল সকলের জন্য নয়।
কালাম
আব্দুল কালাম মুখ থুবড়ে মঞ্চে পড়ে গেলেন
আর উঠলেন না
রুক্মিনীপতি গোবিন্দ মোটরভ্যানে বসে থাকতে থাকতে
প্যারালাইসড্ হয়ে গেলেন
আর উঠলেন না
বিখ্যাত কবি কয়লাখনির প্রতিনিধি হয়ে পাতাল
প্রবেশ করলেন
আর উঠলেন না
দু-একটা মানুষের কাঁধে পা রেখে , মানুষ হিসেবে
ত্রিকূট পাহাড়ে গিয়ে
আমি রোপ-ওয়েতে উঠলাম