(১)
হামাগুড়ি দিতে দিতে গলা ভেঙে বেরিয়ে আসে নতুন অস্পষ্ট প্রাচীন শব্দ -আগুনের নাম লেখা সন্দিগ্ধ রঙের ভেড়ার মতো মেঘ
রোদ পাহারাদার। দেবদারু রোদ। চিনার বনের রোদ।
হামাগুড়ি দিতে দিতে হাঁটু জাফরান মূল।
নতুন বাসের বাসি টক দই-ডোমিসাইল সার্টিফিকেটে কিছু নাম-কার্তুজের মোড়কে ছাপা স্বস্তিকা
রোদ পাহারাদার। দেবদারু রোদ। চিনার বনের রোদ।
(২)
ফুলগুলোর ভাষা হয়তো কাশ্মিরী নয়।
কোঙ্কণী ভাষা তার জানার কথা নয়
অথচ তাদের রং
আমাদের মতো নীল সাদা নয়
সমস্ত কিছুটাই হয়তো নয়ছয়
উইলো কাঠের সপাটে ছয়
শুকনো রুটি দিয়ে দেওয়াল আমরা শুধু বানাই
বুলেটপ্রুফ গ্লাসে কোনো অপরাজিতা ফুলের ছাপ আঁকা থাকে না।