।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় কাব্য ব্যানার্জি
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
যাযাবর
একলা ঘরের পাশে হাসনুহানা ফুটে থাকে,
ধীর পায়ে হেঁটে আসে একাকীত্ব, মন্দবাসা;
মৃত আলিঙ্গন স্মৃতির পাতায় গোছানো আছে,
তুমি চলে গেছো, আবার কিসের ভালোবাসা!
বিষাক্ত হয়ে গেছে গল্পের শেষ ভাগ,
ভালোলাগা রোজের মতো আসে আর যায়;
শুধু চরিত্র গুলো থাকতে পারেনা বলেই রাগ,
বিষাদে আজ জোরে বৃষ্টি নামে বারান্দায়!
অযথা বুঝে উঠতে গিয়ে শীত ডেকেছিলাম,
ঘরের ইঁটের গা থেকে বিশ্বাস বালির মতো ঝরে;
আজ কাছাকাছি থাকলেও দুই পৃথিবী আলাদা,
তোমার জায়গা আজও ইশ্বরের ঘরে!
কখনও মনে পড়লে অভ্যাসে মনে ক’রো,
ফেলে দিও না টুকরো বাতিল ফর্দের মতো;
অভিমানের জ্বরে জানি আজও একলা প’ড়ো,
অভিযোগে এ দিকেরও মিলিয়ে যায়নি ক্ষত..