কবিতায় বলরুমে শ্যামল মজুমদার

ডাক পিয়ন ও মেয়েটি

কবে থেকে যেন ধুলো জমে গেছে খামে
সময় আটকে, হয়নি কো আর পড়া,
জল থইথই আমাদের ছোট গ্রামে
পিয়ন আসার সেই শেষ মহড়া –
খোলা জানালায় ফাঁকা মাঠ দেখা যেত
রাখাল বালক হাসতো জানালা ঘেঁষে,
দূরবীন চোখে আমি তাই অবিরত
খবর ছুঁতাম পিয়নের দূর দেশে ।
আজ চিঠি খুঁজি শার্সি কাঁচের ভিতর
হাত নিশপিশ! থেমে গেছে কোলাহল,
হঠাৎ চমকে, খুঁজে পাই ছোট ঘর —
বৃদ্ধ সহিস, পুরোনো আস্তাবল…
রোদ বেঁচে আছে হলুদ পাখির ডানায়
খবরেরা মৃত ,পাতাঝরা এসে গেছে ;
শীতকাল গেছে নতুন পশম কেনায় –
এ খবর কি পিয়ন জেনে গেছে?
পাখিদের সাথে যে মেয়েটি হেঁটে যেত
শুনেছি এবার শ্রাবণেই তার বিয়ে,
সে খবর পেয়ে ঘাসেরা লজ্জানত
বৃষ্টির লোভে এমন অসময়ে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।