দিব্যি কাব্যিতে কৌশিক দাস
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
শেষ চিঠি
বিজন ছাদের কোণে সন্ধ্যা গড়ালো,
বোগেনভিলিয়া বুঝি ফুটে আছে ওই।
শ্বাসটুকু মুছে যাওয়া তেতলার ঘরে,
জোনাকিরা ফিরে এলো, তুমি এলে কই!
তুমি কি নতুন কোন কবিতার খোঁজে,
প্রেয়সীর খোলা চুলে বেঁধে দাও ফুল?
যে জাহাজ ডুবে যায় মধুচাঁদ রাতে,
কে আর রেখেছে মনে ভাঙা মাস্তুল।
মেঝেতে লুটিয়ে আছে পশমের গুটি,
অদেয় চিঠিরা পড়ে দেরাজের কোণে।
তোমাদের মনে যত ভালোবাসাবাসি,
চাঁদ হয়ে জেগে থাক চন্দন বনে।
সেদিনই এসেছি ফিরে রাহাপথ থেকে,
যেদিন তোমার ঘরে ‘নতুনের খেলা’
মুছে গেলে দুদিনের মিথুন প্রহর,
মুঠো ভরে পড়ে থাকে শত অবহেলা।
এতটুকু নিয়ে তবে চলে যাই, রবি
তুমিও ভালোই থেকো বিনিময় ওমে।
কতটা শক্তি বলো আফিমের স্বাদে,
তফাৎ বুঝিয়ে দিল সত্য ও ভ্রমে।
একদিন যদি কোন মুখর শ্রাবণ
অযথা বৃষ্টি আনে লেখার খাতায়,
বুঝে নিও কোন এক একাকিনী মেয়ে
কান্না রেখেছে ঢেকে পাতায় পাতায়।।