অনুগল্পে কানাই পাইন
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
জীবন যুদ্ধ
বিপর্যস্ত অসুখ রাতের যন্ত্রণা হারান কেমনে ভুলে? পেটের পান্তা ভাত গুলো কাতরে উঠেছে মধ্যরাত্তির। একটা ছেঁড়া মশারিতে দুটো ভাঙা খাটের ভাগ্য নিদারুণ,ক্ষত বিক্ষত পচা খড়ের রক্ত চুয়ে পড়ে হারানের বুকে। স্যাঁতসেঁতে শরীরের হাড় গুলোও গুমরে মরে জীবন যুদ্ধে, জীবন সংগ্রামী তবুও কিছু স্বপ্ন আঁকে নিজের অজান্তেই।সংগ্রাম চলে দুরাত্তির জমানো পান্তা ভাতে নুনের খোঁজে, এখনো লঙ্গরখানায় হারান পাতলা ডাল-ঝোলে আশা রাখে। ন্যাকড়া কাঁথাটা প্রাণহীন, শরীর ভাঙা খাটগুলো প্রায় মৃত। তেলহীন রুক্ষ চামড়ায় ছেঁড়া লুঙ্গিটা ক্রমশই মিলিয়ে যাচ্ছে। ফুটফুটে দুবছরের বাচ্চাটার সারা শরীর জুড়ে আগুন খেলে, নিরুপায় পেটের অসহ্য ক্ষুধার কাছে এই আগুন হার মানে।