কবিতায় কবিতা পাল
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
তুমি এলে
তুমি যখন সামনে এসে দাঁড়াও
ভোরের পাখীরা ভেজা ঠোঁটে গেয়ে যায় গান
প্রথম দিবস মুখে ফুটে ওঠে অমলিন হাসি
মুখরিত হয় আকাশ বাতাশ,
জেগে ওঠে লোকালয়–
বেড়ে যায় নদীর উচ্ছলতা গতিবেগ
প্রানবন্ত হয় চারপাশ—
তুমি এলে-
মেঘপুজ্ঞে ভাসে তোমার বারতা-
ঝির ঝির বৃষ্টির সাথে ঘাস ফড়িং
আনন্দে নাচে একত্রিত হয় নূপুরের প্রতিধ্বনি
বি্দ্যৎ চকিত উদ্ভাসে —
তুমি এলে-
ঘুমন্ত নিশীথে আঁধার ঘন তমসায় রাত্রিরা
ওঠে জেগে ,ডেকে যায় ঝিঁ ঝিঁ রা অবিরত
দাদুরী সহযোগ পুলক আবেশে—
তুমি এলে-
অজানা আনন্দে সবুজ হয়় কঠিন পাহাড়
অরন্য শস্যক্ষেত মাঠ ঘাট ,
পূর্নবতী হয় এই বসুন্ধরা—
তুমি এলে –
চঞ্চল হয়ে উঠি অন্য এক শিহরন
শুশ্রুষায় প্রজাপতির ছিন্ন ডানার মতো
কেঁপে উঠি তির তির,
মেতে উঠি বর্ষন ভেজা উৎসবে
এই শ্রাবন বারি ধারায়—