কাব্য কথায় পৌষালি চক্রবর্তী

জাতিস্মর

আকাশের গায়ে এসে জুড়ে যাচ্ছে দুটি জীবন।
তারা অতীত থেকে এসেছে ।
প্রাচীন সভ্যতার দাগ বুকে নিয়ে পৃথিবী জাতিস্মর এক।
গম রঙ বিকেলের দিকে নিভে গেছে যেসব ধানবন ও মানুষরা
তাদের অনুপস্থিতি এত নিরালা করে?
এতটা অতীত জড়িয়ে থাকতে নির্জনতা লাগে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।