কবিতা প্রয়াসে অরিজিৎ বর্ধন

কলকাতা মেডিকেল কলেজে পাঠরত ইন্টার্ন। ছোটবেলা থেকে পড়ার পাশাপাশি গান, ছবি আঁকা নিয়ে উৎসাহি। সদ‍্য কবিতা লেখা শুরু করেছে। ভালবাসার ছোটবড় অনুভুতি নিয়েই তার কবিতা রচনার প্রয়াস

সমর্পণ

গভীর ঈপ্সায় আচ্ছাদিত মনের আকাশ;
তুমি আসবে নিস্তব্ধ রাতে,
বা কোনো অলস দুপুরে;
ওষ্ঠে আমার তৃষ্ণা তোমার দেহসুধার প্রতি;
জড়িয়ে গিয়ে তোমার বুকের মাঝে,
তোমার শরীরের ঘ্রাণে মাতাল হয়ে,
লুটাবো যা কিছু আছে আমার
তোমার ওই পায়ের তলায়।
তুমি আমার অধরের তৃপ্তি,
আমার আত্মার শান্তি;
তোমাকে দিই বিসর্জন যত দুঃখ ক্লেশ
আমি আত্মশুদ্ধি চাই।
দেহের সওদা করে ফিরেছি এতদিন-
তোমার কাছে এলাম শেষ যৌবনের গোধূলি হয়ে,
পাতা সব ঝরে গেছে
ফুল ছিড়ে নিয়েছে সৌন্দর্যের পূজারী যত,
শেষ আর নাই কিছু
যা দেব তোমায় অর্ঘ‍্যদান।
তোমার অশেষ করুণাময় জ্যোতিপুঞ্জের প্রার্থী আমি,
তোমার অনন্তের ক্ষীণতম তারা করে রেখো;
শেষরক্ষা হোক তোমার স্পর্শে;
এই পতিতার উদ্ধারে তুমিই পথেয়।
তুমিই অন্তরের শেষ আশা,
তুমিই নিশ্চুপ প্রার্থনা।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।