দিব্যি কাব্যিতে দর্পন by TechTouchTalk Admin · Published September 13, 2020 · Updated June 3, 2022 শূন্য বৈশাখের কৃষ্ণচূড়া হয়ে বাঁচব রোদমাখা পথে বট বৃক্ষের ছায়া হয়ে চোখের জলে অনেক কাব্য অসমাপ্ত অক্ষর গুলো কেবল গেছে রয়ে । বৃথা স্পন্দন খুঁজছো এই বুকে নেই কোনো অভিযোগ বা দাবী আমার মুক্তি কালের ভিড়ে গাঁথা প্রেমের মোহে হৃত স্বর্গের চাবি।। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love