দিব্যি কাব্যিতে নব কুমার দে
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ফড়িং
ফড়িং টা উড়ে গেলে সম্বিত ফেরে
আলগা শেকড় ঝুড়ো মাটি
খালি পায়ে হাটি অবান্তর
পড়শীর ধোঁয়ায় চোখ জ্বালা করে
সৎ মায়ের আঁচলের মত বৃষ্টি
সুখ খাবি খায় কান্না ডানা ঝাপটায়
প্রেম ফিরে যাবে অটোর অপেক্ষায়
ফড়িং টা ফিরে আসে
খালি গ্লাস গড়াগড়ি খায়
খালি মানুষ গড়াগড়ি খায়
খালি জীবন গড়াগড়ি খায়
ইচ্ছে হলে দুমুঠো চাল চেয়ে আনি
দুটো আলু একটু তেল
কাঠকূটো জ্বেলে সংসার সংসার খেলি
ইতিহাস একদিন স্বীকার করবেই
এজীবনে একটাও কবিতা লিখতে না পারলেও
একটা ভুলে ভরা জীবন কাটিয়ে ছিলাম
কবিতার মত