১৯৯১,কলকাতা।বর্তমান বাসস্থান-কলকাতা।অঙ্কে স্নাতকোত্তর করে শিক্ষকতা পেশার সাথে যুক্ত।প্রথম প্রকাশিত গল্প "আ ওয়াক টু কলকাতা"(কলকাতা ইন এ্যন্ড আউট নামে ই বুকে)।এছাড়াও "তাসের ঘর", "ছিন্ন সম্পর্ক","সেপারেসন", "এক্সপেকটেসন" ,"মেঘের যুদ্ধ", "মরিচীকা","গন্তব্য" ইত্যাদি নানা গল্প,কবিতা, প্রবন্ধ, অনুগল্প বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।লালমাটি সংবাদ, রংমিলান্তী,দর্পণ, স্টোরি এন্ড আর্টিকেল, হৃদস্পন্দন ,ইত্যাদি নানা ওয়েবজিন এ প্রায়শই লেখালেখি করেন। নেশা-গান শোনা,গল্পের বই পড়া,রান্না করা।
কাচের মালা
তোমার অবহেলার মাঝেই আমি সুখ খুঁজে পাই ভালোবাসারা আজ কর্পূর হয়ে উবে গেছে
আমার মুঠোর ফাকে ওরা ঘনীভূত বাষ্প
ওদের নিশ্বাস বন্ধ হয়ে আসছিল
তাই ওদের উড়তে দিলাম।
উড়তে উড়তে ওরা গিয়ে পড়লো
অভিষিক্তার বুকে।
কাচের মালা ভেঙে খানখান
আমি খানিক হেসেই নিলাম,
এতই ঠুনকো ছিল তবে মালা গাথা ।।