প্রত্যাখ্যান করার নির্মমতা গ্রাস করুক ধীরে ধীরে…!!!
যে মেয়ে গুছিয়ে রেখে দেয় সবটুকু জঞ্জাল, হাবিজাবি চাট্টি ছেঁড়া চিঠি, শুকনো ফুল, কিংবা বাসের টিকিট, সে এবার চিতার মতো আগুনে পুড়িয়ে ফেলুক সমস্ত স্মৃতি…
স্মৃতি পোড়ার ঘ্রাণে কী মিশে থাকে শ্মশানের স্তব্ধতা? প্রিয়জনকে পোড়ানোর পর শেষ চিহ্নটুকুর বিসর্জনে যেমন ছিঁড়ে যায় সমস্ত নাড়ীটান…
প্রত্যাখ্যানেও মিশে যাক তেমন উদাসীনতা!!!
উদাসীনতার কাঠিন্যে দিক ভুল কোরো খানিক, নির্মম প্রত্যাখ্যানে কদিন নাওয়া খাওয়া ভুলে, কাজেও ভুল কোরো না হয়!!!
আসলে বহু ব্যবহারে সম্পর্কও মলিন হয়,অভিমানের আগুন পুড়িয়ে দিক অনাগত আগামী…
আমাদের সবটুকু তাই,শুধুই অতীত থাক!!!