সেখানে কিছু জমা থাকে না
এই ভাগফলের কোনো অবশিষ্ট ছিল না।
৩| সত্তরের মাছ
অলিগলিতে পড়েছিল কণিষ্কের মতো মুন্ডহীন ধড়
একদিন মিলিয়ে যায় চিমনি নির্গত ধোঁয়ার সাথে।
সত্তরের দশকের উজ্জ্বল মাছ গুলির মতো
চিবিয়ে চিবিয়ে অনেকটা সময় ধরে খাওয়া
বেছে বেছে কাঁটাগুলো থালার এক কোণে রাখা।
মাছগুলো নীল আকাশে থরে থরে তারায় সাজানো
আমরা মাছের গল্প শুনি,গন্ধ বুঝতে পারি না সহজে।