মেহেফিল -এ- শায়র আবু হাসান শাহরিয়ার (নির্বাচিত কবিতা)
শব্দের নৈঃশব্দ্যকথা
তারাদের চতুষ্পাঠী চিরায়ত রাত্রির আকাশ
চাঁদের সাবান মেখে স্নান সারে ধীবরের জাল
স্বপ্ন পরিচর্যা চায়;— না পেলে তা আকাশ কুসুম
ছোটো ছোটো ইচ্ছেদের উড়ালের ডানা দাও, মন
মুগ্ধতায় বাঁচো চোখ; ও হে মুখ, কথা আরও কম
স্মৃতিরত্ন যা কিছু প্রথম
সব ঢেঁকিছাঁটা প্রেমই মুগ্ধ হয় প্রথম দর্শনে
কবিমন স্বেচ্ছাচারী; মানে না সে বাধ্যবাধকতা
মকশ্ বিলের পাড়াপ্রতিবেশী হাটুরিয়াচালা
বাড়ি যদি শেখরের, পাতে যদি ধোঁয়া-ওঠা ভাত
টাকিমাছভর্তা পেলে সব তুচ্ছ সঙ্গে আর যা যা
শেখর প্রেমের মহারাজা
কবির মোহর শব্দ; কবিতা শব্দের কোষাগার
ঢেউ ঢেউ নদীদৃশ্যে ছবি আঁকে শিল্পাচার্য চোখ
আছাড়ি পিছাড়ি ঢেউ ঘাটের হিজলভাষা বোঝে
মেঘ যদি গর্ভবতী, বর্ষা তবে প্রসূতিসদন
গর্ভপাতদুষ্ট মোহ সুন্দরের বাড়াভাতে ছাই
চলো শব্দ, নৈঃশব্দ্যে হারাই