কবিতায় রুদ্র অয়ন
ভালোবাসায় থাক কিছু অভিমান
শুধুই ভালোবাসা
শুধুই প্রেম দরকার নেই আমার।
থাক না কিছু অভিমান
কিছুটা হিংসে থাক,
থাক কিছু রাগ।
অভিযোগ থাক না হয় কিছু।
প্রেয়সীর যে চোখে
প্রেমের পদ্ম ফোটে
সেখানে মাঝে মাঝে
ভীষণ স্রোত বয়ে যাক,
সেই স্রোতে আমার হৃদয়
প্লাবিত হোক।
আমি ভেসে ভেসে
প্রেম কুড়োবো,
খন্ড খন্ড সুখ কুড়োবো।
কিছুটা অভিমান নিয়ে
সে কেঁদে ওঠুক,
আমি তাকে বুকে জড়িয়ে নিবো।
তার কান্নার জল থেকে
ভালোবাসার ঘ্রাণ শুঁকে
রচনা করবো প্রেমের উপাখ্যান।
হিংসে করে
আমাকে ছিনিয়ে নিক
অন্য সবার থেকে,
আমি তার হৃদয়ের গহীনে
তলিয়ে যেতে চাই।
আমাকে আগলে রাখুক
তার বুকের মাঝে।
তার বুকে আমি ছাড়া
আর কারও
জায়গা না হয় যেনো
ওর এমন একটা
সংকীর্ণ হৃদয় চাই আমি।