কবিতায় পার্থ সারথি গোস্বামী

বর্ণ-সুখ

যদিও প্রেম, তবুও যেন প্রেমহীন সবকিছু
কাগজের গায়ে ফুরিয়ে গেছে কলম-আদর দাগ ।
অলীক আত্মসুখে ক্ষিপ্র হয়ে ওঠা আঙুলের তলায়
ভীষণ ভাবে সত্যি হয়ে ওঠে পালতোলা শরীর ।।
ফুল-মার্কস না পাওয়া ঠোকাঠুকি উঠোনে
জমে ওঠে নীল নীল অবান্তর ছত্রাক –
প্রিয় ছেড়ে প্রিয় হয় অক্ষরের দহন
খুড়োর কলে তখন শীৎকার সাইরেন ।।
কবেকার অসংযমী ছেঁড়া পাতা চণ্ডীদাস
অজান্তেই দায় নেয় সংকল্পের –
ইনসেটে সিক্ত বসনে অভিসারিকা রাধা
বর্ণমালায় অ-আ খোঁজে রোজ ।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।